• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:০৬:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশের ত্রাণ বিতরণ

২৪ জুন ২০২৪ সকাল ১১:১১:৫২

রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ভলান্টিয়ার ফর বাংলাদেশের ত্রাণ বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: নওরিশ বাংলাদেশের সহযোগিতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে জাগো ফাউন্ডেশনের এর যুব সংগঠন “ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলা”।

২৩ জুন রোববার বরগুনার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়ন ও কালিকাবাড়ি এলাকার জামীর উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে চাল, মশুর ডাল, আলু, সয়াবিন তেল, লবণ, মিনারেল ওয়াটার, মুড়ি, গুড়, স্যালাইন, প্যারাসিটামল ও সেনিটারি প্যাড বিতরণ করা হয়।

এসময় ভলান্টিয়ার ফর বাংলাদেশ-বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক আবু জাফর, সহ-সভাপতি লিমা গাজী, কোষাধ্যক্ষ তাকওয়া তারিন নুপুর, জনসংযোগ কর্মকর্তা সৈকত মিনারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

ত্রাণ পেয়ে সরিষামুড়ি ইউনিয়নের বাসিন্দা রাবেয়া বেগম (৬৪) বলেন, ‘ঘূর্ণিঝড়ের সময় হেরা সব সময় মোগো খোঁজ খবর নেছে। সাইক্লোন সেন্টারে যাইতে সহযোগিতা করছে। এহন এই দুর্দিনে মোগো আবার সহযোগিতা করতেছে।’

কালিকাবাড়ি গ্রামের রশিদ হাওলাদার (৭৮) বলেন, ‘ঘূর্ণিঝড়ে আমার ঘর-দুয়ার ভাইঙ্গা গেছে। ঘরে ঠিকমতো রাইন্ধা খাওয়ার মতো কিছু নাই। হেগো এই উপকার কোনোদিন ভুলমু না।’

ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম মুন্না জানান, ‘ঘূর্ণিঝড় রেমালে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্যতম আমাদের বরগুনা জেলা। যেকোনো দুর্যোগে ভলান্টিয়ার ফর বাংলাদেশ সাড়া দেয়। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন খাবারের সংকটে না পড়ে কিংবা অসুস্থ হয়ে না পড়ে, সে জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ উপকূলীয় জেলা বরগুনার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩