আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে চাঁদাবাজির অভিযোগ এনে আমতলী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হাবিবুর রহমান মীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাহবুবুর নামের এক রাজমিস্ত্রী।
গত ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগী রাজমিস্ত্রী মাহবুবুর রহমান আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে অফিসার ইনচার্জ (ওসি) আমতলীকে তদন্তের নির্দেশ দেয়।
জানা যায়, আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীরকে প্রধান করে ২০/২৫ জনকে অজ্ঞাত করে আসামি করেন।
ভুক্তভোগী রাজমিস্ত্রী মাহবুবুর রহমান ও তার চাচাতো ভাই মো. দেলোয়ার হোসেন ২০১৫ সালে বাসস্থানের জন্য একটি জমি ক্রয় করেন। সেখানে ঘর নির্মাণ করতে গেলে তাদের কাছে চাঁদা চাওয়া হয়। তারা দু'জনে মিলে হাবীবুর রহমান মীরকে ১ লক্ষ ৬০ হাজার টাকা চাঁদা দেন। তারপর তারা বাড়ির একাংশ নির্মাণ করেন।
রাজমিস্ত্রী মাহবুবুর রহমান তার ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণের জন্য গেলে পুনরায় ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন হাবিবুর রহমান মীর ও তার সাথে লোকজন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে জমিতে থাকা বাজার মূল্য প্রায় ৫৬ হাজার টাকার গাছ কেটে নিয়ে যায়। বসত ঘর নির্মাণের জন্য বাজার থেকে ক্রয় করে আনা গাছ, যার বাজার মূল্য ৭০ হাজার টাকা তাও জোরপূর্বক নিয়ে যায়।
হাবীবুর রহমান মীর তার লোকজন নিয়ে ঘটখালি বাজার নামক স্থানে গাছগুলো বিক্রির জন্য নিয়ে গেলে ভুক্তভোগী মাহবুবুর রহমান ও দেলোয়ার হোসেন বাধা দিতে এলে তাদের মারধর করেন। পরে লোকজন এসে তাদের বাধা দিলে ১ লক্ষ টাকা না দিলে বসত ঘরে ভিতরে পুরিয়ে মারার হুমকি দেয় তারা।
মাহবুবুর রহমান জানান, তিনি এবং তার পরিবার জীবননাশের হুমকিতে আছেন।
ভুক্তভোগী রাজমিস্ত্রী মাহবুবুর রহমান ন্যায় বিচার, জীবনের নিরাপত্তা ও তার কাছ থেকে লুট হওয়া ক্ষতি পূরণ দাবি করেন।
অভিযুক্ত মো. হাবিবুর রহমানের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে একটি চক্র তাকে হেনস্তা করার জন্য উঠেপড়ে লেগেছে। এ সকল অভিযোগ মনগড়া, মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, প্রক্রিয়া অনুসারে কাগজ হাতে পেলে সঠিক তদন্ত করে প্রতিবেদন জমা দিবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available