• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:৩০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৯ অক্টোবর ২০২৪ সকাল ১১:৪৬:৫৬

চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পষিদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীকে (৫৫) ১৮ অক্টোবর শুক্রবার বিকেলে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁদাবাজি ও জেরপূর্বক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি নেতা মো. ফিরোজ আলী বাদী হয়ে বৃহস্পতিবার গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। শুক্রবার গুরুদাসপুর থানায় ওই মামলাটি রেকর্ড করে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় আরও ১১ জন আসামমি রয়েছে।

মামলার বাদী ফিরোজ আলী দাবি করেন, চেয়ারম্যান আয়ুব আলী তার কয়েকজন অনুগতের মাধ্যমে ২০২৩ সালের জুলাই মাসে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না পেয়ে বিদ্যালয়ের ১৩ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে সেখানে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে রাখেন।

পরিস্থিতির কারণে সেসময় তাদের বিরুদ্ধে মামলা করতে না পারলেও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। প্রশাসনের পক্ষে কাঁটা তারের বেড়াটি উচ্ছেদ হলেও তার কাছে চাঁদার টাকা দাবি করা হচ্ছিল। পরিস্থিতি বুঝে বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করেছেন। আদালত বিষয়টি আমলে এনে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। শুক্রবার গুরুদাসপুর থানায় আদালতের মামলাটি রেকর্ড করে চেয়ারম্যান আইয়ুব আলীকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া চেয়ারম্যান আইয়ুব আলীর ভাই নজরুল ইসলাম বলেন, চেয়ারম্যান আইয়ুব আলী ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের তালিকা সংশোধনের জন্য কম্পিউটারে কাজ করছিলেন। বেলা ৫টার দিকে ওসি তদন্ত এসে ওসির সালাম দিয়ে থানায় চায়ের আমন্ত্রণ জানান। থানায় যাওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, শনিবার চেয়ারম্যান আইয়ুব আলীকে  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে মাঠে রয়েছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২