ভোলা প্রতিনিধি: ভোলায় চাঁদাবাজি মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ জুলাই শুক্রবার দুপুরে শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এর আগে একই দিনে সকাল ৯টার দিকে থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরে ইজারাদার আল নোমান তাকে নগদ ২ লাখ টাকা দেন। বাকি ৩ লাখ টাকার জন্য ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করেন ছাত্রলীগ নেতা জাকারিয়া। কোনো উপায় না পেয়ে ঘাট ম্যানেজার মো. মহসিন ঘরামি সদর মডেল থানায় ছাত্রলীগ নেতা জাকারিয়া ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন।
ওসি শাহীন ফকির আরও বলেন, ইলিশা লঞ্চঘাটে চাঁদাবাজি মামলার প্রধান আসামি জাকারিয়াকে শহরের গাজীপুর রোড থেকে গ্রেফতার করা হয়। পরে বিকালে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের এ নেতা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিএ) জেলা কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের সঙ্গে প্রায়ই অসদাচরণ করে আসছেন। ২০১৯ সালে তাকে জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছিল।
মামলায় পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়াও অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। পুলিশ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করার চেষ্টা চালচ্ছে বলে জানাই ওই পুলিশ কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available