• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীর শিবপুরে চাঁদা না দেয়ায় বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ

৫ অক্টোবর ২০২৪ সকাল ১০:৩০:৩৪

নরসিংদীর শিবপুরে চাঁদা না দেয়ায় বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে চাঁদা না দেওয়ায় লুটপাট করে আগুন দিয়ে বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। সর্বস্ব হারিয়ে পতে বসেছে ভিক্টিম পরিবারটি।

৪ অক্টোবর শুক্রবার রাতে শিবপুর উপজেলার মজনিশপুর গ্রামে ফাতেমা আক্তারের বাড়িতে ওই হামলা চালানো হয়। ৩০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসী হানিফা ও মনিরের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লুটপাট করার পর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ফাতেমা আক্তার।

স্থানীয় মানুষজন ও ভুক্তভোগী ফাতেমা বলেন, ‘কয়েকদিন ধরে মজলিসপুরের চিহ্নিত সন্ত্রাসী হানিফা, মনির, আলতাফ, শামসুল, রতু, লংকু, জনি, আরিফ আমার ছেলে মোবারক হোসেনের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করছিল। ছেলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে ভয়-ভীতি ও মেরে ফেলার হুমকি দেয় তারা। একপর্যায়ে কৌশলে একটি মেয়েকে সাজিয়ে গুছিয়ে সাথে নিয়ে জোরপূর্বক হানিফা ও মনিরে নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন বাসায় ঢুকে। তাদের সাথে থাকা ওই মেয়েটিকে দিয়ে আমার ছেলে মোবারককে ফাঁসানোর চেষ্টা করে। বিনিময়ে টাকা দাবি করে। এ সময় তারা ঘরে ভাঙচুর চালায়। থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘এরপর থেকে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি দিতে থাকে। তাদের হুমকির ভয়ে সবাই বাসা ছেড়ে দেই। এই সুযোগে গতকাল রাত ১২টার দিকে হানিফা ও মনিরের নেতৃত্বে সন্ত্রাসীরা বাসায় ঢুকে তালা ভেঙ্গে আলমারি থেকে পাঁচ ভরি স্বর্ণ ও নগত ৪০ হাজার টাকাসহ ঘরের সকল মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এরপর পুরো বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। আগুনে আমার সম্পূর্ণ বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।’

ভুক্তভোগী ফাতেমা আরও বলেন, ‘আমার জীবনের সর্বশেষ সম্বল, সবমিলিয়ে প্রায় ১২ লক্ষ টাকা খরচ করে বাড়িটা তৈরি করি। আগুন দিয়ে পুড়িয়ে সব ছারখার করে দিয়েছে। আমরা পরিবার নিয়ে এখন পথে বসে গেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, ‘ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নেয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২