স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি বলেন, চাঁদাবাজি বন্ধ করতে আপনাদের সকলের সহযোগিতা চাই, সত্যিকারের চাঁদাবাজদের নামের তালিকা দিন। তবে ব্যক্তিগত আক্রোশে কাউকে হয়রানি করবেন না। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন মানুষের সেবা দেয়ার জন্য, বিনা কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার হলে সেই সেবাটা তো আর পেল না। তারা তো আমাদেরই লোক, একটু ধৈর্য ধারণ করুন। একে অপরের প্রতি সহনশীল হন। তাহলে স্মার্ট বাংলাদেশ গড়তে এবং শেখ হাসিনার স্বপ্ন পূরণ করতে সহজ হবে।
২০ জানুয়ারি শনিবার নির্বাচন পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্র ও শনিবার ২ দিনব্যাপী গাজীপুর-৩ (শ্রীপুর, ভাওয়ালগড়, মির্জাপুর পিরুজালী) নির্বাচনী এলাকার রাজাবাড়ী, বর্মী,তেলিহাটিসহ বিভিন্ন ইউনিয়নে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত এমপি টুসি।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাড.সামসুল আলম প্রধান, সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল, রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কমর উদ্দিন প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available