• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৩:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫৩:২১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় অপহরণ করে চাঁদা আদায়, দুই নারীসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার

৩০ মার্চ ২০২৪ সকাল ০৮:৪১:৪০

কুমিল্লায় অপহরণ করে চাঁদা আদায়, দুই নারীসহ চক্রের ৩ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় অপহরণ করে চাঁদা আদায়ের চক্রকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানার পুলিশ।

২৮ মার্চ বৃহস্পতিবার বিকেলে সুমন (৩৪) নামক এক ব্যক্তি কোতোয়ালী থানায় উপস্থিত হয়ে জানান, তার ভাই আলাউদ্দিন রং মিস্ত্রির কাজ করে। কাতার যাওয়ার জন্য ২৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় তার নিজ বাসা থেকে রেইসকোর্সে এলাকায় প্রবাসী জনশক্তি অফিসে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য গেলে কে বা কারা তাকে অপহরণ করে। পরে তার ভাইয়ের মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ভিকটিমের নামে মিথ্যা মামলা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়া হবে বলেও হুম দিচ্ছে।

সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারে কাজ শুরু করে।

কোতয়ালী মডেল থানার এস.আই জীবন রায় চৌধুরী তথ্য প্রযুক্তির সহায়তায় আটক রাখার স্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে ভিকটিম আলাউদ্দিনকে রাতে উত্তর রেইসকোর্স এলাকার ধানমন্ডি রোডের একটি বাসা থেকে উদ্ধার করেন। এ সময় বাসা থেকে ঘটনায় জড়িত চক্রের দুই নারী এবং এক পুরুষ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানাধীন মৃত শানু মিয়ের মেয়ে পারভীন আক্তার হুমায়রা (২৮), ব্রাহ্মণপাড়া থানাধীন কবির আহমদের স্ত্রী শাহেনা বেগম (৩৮), কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. মশিউর রহমান টিপু (৪৫)।

পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে প্রলোভনের মাধ্যমে নিজেদের নির্ধারিত স্থানে নিয়ে ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলো।

উক্ত ঘটনায় কুমিল্লা এর কোতয়ালী মডেল থানায় প্রতারণামূলক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩