নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) ফল প্রকাশ হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৬৪৭ জন পরীক্ষার্থী।
২০ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাচ্ছে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।
গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ৩ বিভাগের ২২ জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ছিল ৬০৩টি।
এর আগে, গতবছরের ২০ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available