• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:২৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৮:২৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতপুরে ভ্যান চালকের ঘুষিতে আরেক ভ্যানচালক নিহত

২৫ আগস্ট ২০২৪ সকাল ১১:১৬:৫২

দৌলতপুরে ভ্যান চালকের ঘুষিতে আরেক ভ্যানচালক নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে এক ভ্যান চালকের কিল ঘুসি খেয়ে অপর একজন ভ্যান চালক নিহত হয়েছেন। ২৪ আগস্ট শনিবার দুপুর ২টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

নিহত ভ্যান চালক বারু প্রামানিক (৬৫) দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের চামমনাই গ্রামের মৃত বিদু প্রামাণিকের ছেলে। দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্যান চালক বারু প্রামানিক তার ব্যাটারি চালিত পাখি ভ্যান নিয়ে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজারে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় অপর পাখি ভ্যান চালক রজত আলী (২৮) তার চলন্ত ভ্যান নিয়ে বারু প্রামাণিকের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এনিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কি ও কথা কাটাকাটির এক পর্যায়ে রজত আলী ক্ষুব্ধ হয়ে ভ্যান চালক বারু প্রামাণিকের মুখে সজোরে ঘুসি মারে। ঘুসি খেয়ে বারু প্রামানিক রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

একপর্যায়ে, বাজারের লোকজন দ্রুত বারু প্রামানিককে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ভ্যান চালক রজত আলিকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটক ভ্যান চালক দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামের বদর উদ্দিনের ছেলে।

ভ্যান চালকের ঘুষিতে ভ্যান চালক নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে রজত আলী নামে এক ভ্যান চালকের ঘুষিতে অপর ভ্যান চালক বারু প্রামানিক নিহত হয়েছেন। তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ভ্যান চালক রজত আলিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








কমলা চাষে সফল রংপুরের আলেপ উদ্দিন
২৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২৬:৩০