• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩০:৫৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩০:৫৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুন্দরগঞ্জে পিকআপ ভর্তি চাল জব্দ

১৭ মার্চ ২০২৫ দুপুর ১২:৩৬:৪২

সুন্দরগঞ্জে পিকআপ ভর্তি চাল জব্দ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করা ভিজিএফ’র পিকআপ ভর্তি চাল জব্দ করেছে স্থানীয় লোকজন।

১৬ মার্চ রোববার উপজেলার মজুমদারহাট থেকে এই চাল জব্দ করা হয়।    

পরে সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দ চাল থানা হেফাজতে নিয়ে যান।

পিকআপ ড্রাইভার হারুন মিয়া বলেন, কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন চাল ও ধান ব্যবসায়ী হুক্কু মিয়া ও মোস্তা মিয়ার গোডাউন হতে প্রায় পাঁচশত মেট্রিকটন চাল পার্শ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার লেংগাবাজারস্থ চাল ও ধান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের গোডাউনে নিয়ে যাচ্ছিলেন। মোস্তাফিজুর রহমান ওই দুই ব্যবসায়ীর নিকট হতে এসব চাল কিনেছেন।

স্থানীয়দের অভিযোগ,  ১৫ মার্চ শনিবার কঞ্চিবাড়ি ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। ওইসব চাল ভিজিএফ এর চাল। চেয়ারম্যান অবৈধভাবে এগুলো বিক্রয় করেছে।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনোয়ার মাস্টার বলেন, শনিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান ও ট্যাগ অফিসারের উপস্থিতিতে তাঁর ইউনিয়নের ৫ হাজার ৮১৬ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। জব্দ চাল সংক্রান্ত বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি আরও বলেন, ওই ব্যবসায়ীরা নিয়মিত খোলা বাজার থেকে ধান ও চাল ক্রয় করে মহাজনের নিকট বিক্রি করে থাকেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, জব্দ চাল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদেশে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, তিনি জেলায় মিটিংয়ে রয়েছেন। ফিরে এসে এ সংক্রান্ত বিষয়ে কথা বলবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬