ভোলা প্রতিনিধি: ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসকের অবহেলায় মো. মাকসুদুর রহমান (৩৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্বজনরা ক্ষুদ্ধ হয়ে নাইমুল ইসলাম নামের এক চিকিৎসককে গণধোলাই দিয়েছেন। পরে পুলিশ ওই চিকিৎসককে উদ্ধার করে থানায় নিয়ে যান।
১১ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোলা সদর হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
মৃত মাকসুদুর রহমান সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসু মিয়ার ছেলে এবং পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
অভিযুক্ত ওই চিকিৎসক ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার।
মৃতের স্বজন ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বুকে প্রচুর ব্যথা নিয়ে মাকসুদুর রহমান ভোলা সদর হাসপাতালে আসেন। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈমুল ইসলাম ওই রোগীকে দেখে জরুরি বিভাগ থেকে নামাজের কথা বলে বাইরে চলে যান। ঘণ্টাখানেক পর তিনি হাসপাতালে আসেন। এরপর তিনি রোগীকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, ডাক্তার নামাজ শেষ করে সিগারেট খেয়ে প্রায় ঘণ্টাখানেক পর জরুরি বিভাগে আসেন। এসে রোগীকে মৃত ঘোষণা করে ছাড়পত্রে লিখেন রোগীর মৃত্যু বাড়িতে হয়েছে। এতে ফুঁসে উঠেন স্বজনরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available