• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:২০:১৬ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ০৭:২০:১৬ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে চিকিৎসককে মারধর, চিকিৎসাসেবা ব্যাহত

১১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৫২:১৬

কক্সবাজারে চিকিৎসককে মারধর, চিকিৎসাসেবা ব্যাহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক মারধরের শিকার হয়েছে এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১০ সেপ্টেম্বর বুধবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ সময় ডা. কাজী সজিব নামে হাসপাতালের এক চিকিৎসক লাঞ্ছনার শিকার হন।

জানা যায়, রাত দেড়টা সময় সিসিউতে থাকা শহরের ৬নং এলাকার আজিজ নামে এক ব্যক্তি মারা যান। রোগীর স্বজনদের অভিযোগ, ব্যথানাশক ইনজেকশন পুশ করার পরই তার মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালের ভেতরেই ক্ষোভ দেখান স্বজনরা।

এক পর্যায়ে তারা কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী সজিবকে শারীরিকভাবে লাঞ্ছিত করে হাসপাতালের একটি কক্ষে তাকে আটকে রাখেন। এ সময় মৃত আজিজের স্বজনরা হাসপাতালের সরঞ্জাম ভাঙচুর করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলের এলে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের একটি দল হাসপাতালের সেবা বন্ধ করে দেন। ঘটনার সুরাহা না হলে হাসপাতালের আবাসিক রোগীদের কোনো ধরনের সেবা দেয়া হবে না বলেও জানিয়ে দেন তারা।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশিকুর রহমান জানান, জরুরি সেবা চলমান আছে, বাকি সেবা বন্ধ। বিষয়টি নিয়ে মানববন্ধন করছেন ইন্টার্ন চিকিৎসকরা । ওখানে দাবি দিয়েছেন তারা । বিষয়টি নিয়ে বৈঠক আছে। তারপর পরবর্তী করণীয় সম্পর্কে জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু
১৮ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৪৩:২৫







কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ২৫ অক্টোবর
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৩:১৫

মিয়ানমার থেকে গুলিবর্ষণ, সরাসরি টেকনাফ বন্দরে আঘাত
১৮ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩০:১৪