নিজস্ব প্রতিবেদক: অস্ত্রোপচারে চক্ষু বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ টুল স্থাপন করা হয়েছে।
অরবিস ইন্টারন্যাশনাল এই সিমুলেশন টুলটি প্রদান করেছে, যেটি চিকিৎসা প্রযুক্তি কোম্পানি ফান্ডামেন্টালভিআরের সহযোগিতায় উদ্ভাবন করেছে এই আন্তর্জাতিক সংস্থা। এটি উদ্ভাবনের লক্ষ্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর চিকিৎসকদের অস্ত্রোপচারের দক্ষতা বাড়ানোর জন্য, যেখানে বাস করে প্রতি ১০ জন দৃষ্টিহীন মানুষের ৯ জন।
২০ নভেম্বর বুধবার রাজধানীর বিসিপিএসে এক অনুষ্ঠানে অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও নির্বাহী কর্মকর্তা ডেরেক হডকি বিসিপিএসের অফথালমোলজি ফ্যাকাল্টির চেয়ারপারসন অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হকের কাছে টুলটির কাগজ হস্তান্তর করেন।
বিসিপিএসের প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক কোহিনূর বেগম ও সেক্রেটারি অধ্যাপক আবুল বাশার মো. জামাল, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অপথালমোলজির (এপিএও) প্রেসিডেন্ট অধ্যাপক আভা হোসেন, অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক জালাল আহমেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর খালেদ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অধ্যাপক শহীদুল্লাহ বলেন, চক্ষু চিকিৎসায় দক্ষ সার্জন তৈরি করতে অরবিস বিসিপিএসের অফথালমোলজি ফ্যাকাল্টিকে যন্ত্রপাতি সরবরাহ করছে এবং মডিউলের উন্নয়নে সহায়তা দিচ্ছে। এবার দেওয়া ভিআর ট্রেনিং টুল লক্ষ্য অর্জনে সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি।
ডেরেক হডকি বলেন, সারা বিশ্বে চোখের যত্নের টেকসই সমাধান প্রদানের জন্য ডাক্তার, নার্স, অ্যানেস্থেসিলজিস্ট ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের দক্ষতা তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে অরবিস এই টুল প্রদান করেছে।
অরবিস বাংলাদেশে চক্ষু বিশেষজ্ঞদের দক্ষতা উন্নয়নে যে অবদান রাখছে পারছে তাতে সন্তুষ্টি প্রকাশ করেন ডা. মুনির। তিনি বলেন, ‘আমরা নিচ থেকে কাজ শুরু করেছি এবং এখন আমরা [চিকিৎসকদের] সর্বোচ্চ সংস্থার সাথে কাজ করছি।’
এই সিমুলেশন প্রযুক্তি চক্ষু সার্জনদের একটি বাস্তবের মতো অভিজ্ঞতা দেয় যাতে তারা অপারেটিং রুমে প্রবেশের আগে তারা বারবার ছানি অপারেশনের প্রতিটি ধাপের অনুশীলন করতে পারেন। এটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারী চিকিৎসকের কর্মক্ষমতা নিরীক্ষণ করে এবং তিনি যে পদ্ধতি অনুসরণ করছেন তা নিখুঁত হচ্ছে কি না সে ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। এটি প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসকদের বিশেষ করে যাদের ভাল শিক্ষক নেই তাদের জন্য বিশেষ উপযোগী।
বাংলাদেশ ছাড়া, ভিআর টুলটি চীন, মঙ্গোলিয়া, ইথিওপিয়া ও ভারতে অরবিসের পার্টনার হাসপাতালগুলোতে ব্যবহৃত হচ্ছে এবং একটি অপরিহার্য চক্ষু প্রশিক্ষণ সরঞ্জাম হয়ে উঠছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available