• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:২০:২৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:২০:২৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

প্রিয় প্রবাসী

মালদ্বীপে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২৩ দুপুর ০১:২২:৪৩

মালদ্বীপে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর শনিবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মুজিব কর্ণারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশেষ এই দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রিন্ট মেকিং ও গ্রাফিক্স ডিজাইন বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন কয়েকটি ক্যাটাগরিতে অসংখ্য বাংলাদেশি খুদে শিশু-কিশোর অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ হাইকমিশনারের সহধর্মিণী মি. নাওমী নাহরীন এ সময় প্রতিযোগীদের উদ্দেশে বলেন, শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন। তোমরা যেমন তোমাদের বাবা-মায়ের আদরের সন্তান, তেমনি শেখ রাসেলও তার বাবা-মায়ের আদরের সন্তান ছিল। তার জন্মদিনটি আমরা ভালোবাসার সঙ্গে স্মরণ করছি। তাই তার সম্পর্কে জানতে তোমাদের নিয়ে আমরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। তিনি শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনা করে সকল শিশু-কিশোরদের নিরাপদ ভবিষ্যত প্রত্যাশা করেন।

এছাড়াও তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিশু-কিশোরদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন এবং প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে শেখ রাসেলের উপর নির্মিত একটি থিম সং ও ভিডিও ক্লিপ বড় পর্দায় প্রদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১