সিলেট প্রতিনিধি: সিলেট শহর ও কোম্পানীগঞ্জে পৃথক ২ অভিযানে ১২২ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ৭ আগস্ট সোমবার সকালে এই অভিযান দু’টি পরিচালনা করা হয়।
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭২ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে টুকেরগাঁও বৌবাজারস্থ জামাল মিয়ার গোডাউন থেকে চিনিগুলো উদ্ধার করা হয়। চিনিগুলো কোম্পানীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, জামাল মিয়ার গোডাউন থেকে চিনি উদ্ধারের ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে সিলেট শহরে অভিযান চালিয়ে ৫০ বস্তা ভারতীয় চিনিসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের কিন ব্রিজ এলাকায় একটি পিকআপসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুখা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে এমরান হোসেন (২৮) ও একই গ্রামের জমশেদ আলীর ছেলে মো. জাবের আহমেদ।
এ ঘটনায় এস আই মো. নুরুল হুদা বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
৭ এপিবিএনের মিডিয়া উইংয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে একটি চোরচক্র সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে নিয়ে আসার খবর সংবাদমাধ্যমে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপস অ্যান্ড ইন্টেলিজেন্টের একটি বিশেষ টিম মাঠে নামে এবং সাংবাদিকের সহযোগিতা নিয়েই অভিযানে সফলতা আসে।
বিষয়টি নিশ্চিত করে ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম অভিযানে অংশগ্রহণকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং আরও উৎসাহ নিয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available