শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. রাজ্জাকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে মো. শাহাদাত হোসেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দায়ের করেন।
শাহাদাত হোসেন অভিযোগে উল্লেখ করেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক ২০২২-২০২৩ অর্থ বছরের ১% বরাদ্দ হতে গ্রাম খিলা মেহের আলী মুন্সী বাড়ি হতে রুহুল আমিন ডাক্তারের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ প্রকল্প দেখিয়ে দশ লক্ষ টাকা বরাদ্দ দেন। তিনি প্রকল্পটি প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে তড়িঘড়ি করে প্রকল্পের কাজ শেষ করেন বলে অভিযোগ উঠেছে। কাজের গুণগতমান মোটেও সন্তোষজনক নয় এবং প্রকল্প হতে চেয়ারম্যান আ. রাজ্জাক প্রায় ৮ লক্ষ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে এলাকার অধিকাংশ লোকই অবগত আছেন।
এছাড়া চেয়ারম্যান আরও বহু প্রকল্পে অনুরূপভাবে কোটি টাকার উপরে আত্মসাৎ করেছেন। যা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় চেয়ারম্যানের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করছেন এলাকাবাসী।
উল্লেখ্য, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আরও কয়েকটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তারা এ সকল অভিযোগের তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available