• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০২:৫২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

২৫ মার্চ ২০২৪ সকাল ০৯:০০:০৪

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বিজিবির অভিযানে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহাসিন মুল্লিক (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তিনি জেলার রাণীনগর উপজেলার শফিকপুর এলাকার সৌলিয়া গ্রামের মৃত সোলাইমান মুল্লিকের ছেলে।

২৪ মার্চ রোববার ‍দুপুর দেড়টার দিকে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে জেলা স্টেডিয়ামের সামনে থেকে কষ্টি পাথর সদৃশ্য ওই বিষ্ণু মূর্তিসহ মহাসিনকে আটক করে। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন ৮ কেজি দু’শ গ্রাম এবং যার আনুমানিক মূল্য  ৪লাখ দশ হাজার টাকা। এদিন রাত ৯টায় বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ও সদর মডেল থানার সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স দল সদর উপজেলার স্টেডিয়ামের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারি পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা মহাসিন মুল্লিককে আটক করে।  

এ সময় তার কাছ থেকে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথর সদৃশ্য বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ৪ লাখ ১০ হজার টাকা। এছাড়াও ১টি দুই লাখ টাকা মূল্যের মোটরসাইকেল, একুশ হাজার টাকা মূল্যের ২টি মোবাইল এবং নগদ ১৩ হাজার ৫১০ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আটক মহাসিন মুল্লিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক মহাসিন মুল্লিককে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) আব্দুল গফুর জানান, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩