বাগেরহাট প্রতিনিধি: রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তামার তারসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
২৫ মার্চ সোমবার রাত সাড়ে ৩টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এইচপি এনসিসি-৩ ভবনের জেটি এলাকায় এ ঘটনা ঘটে।
রামপাল থানা পুলিশ জানিয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের এলিট গার্ড ফোর্সের দুই সদস্যসহ তিন চোর কেন্দ্রের অভ্যন্তরের ২৪ কেজি তার কেটে চুরি করে। খবর পেয়ে রামপাল থানার এসআই জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান পরিচালনা করেন। এতে চুরির কাজে অভিযুক্ত ৩ জনকে আটক করে পুলিশের আভিযানিক দল।
আটকরা হলো- দাকোপ উপজেলার মো. মান্নান হাওলাদারের ছেলে মো. রাসেল (২৮), রামপাল উপজেলার ওড়াবুনিয়া গ্রহণ ওলি সরদারের ছেলে হাবিবুর রহমান (৩৫) ও একই গ্রামের পরমানন্দ বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৩৪)।
আটকদের মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি সোমেন দাশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available