• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫০:৫৭ (11-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫০:৫৭ (11-Feb-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

শাহবাগে পুলিশের লাঠিপেটা, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

১০ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৩৪:৪৬

শাহবাগে পুলিশের লাঠিপেটা, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা শিক্ষকদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় জলকামান ও কয়েকটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এ সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে। আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই দ্রুত যেন এ রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়।

সাব্বির সাদেক নামের এক আন্দোলনকারী বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না।

এর আগে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তারও আগে গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২৩:৪৪

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নানা-নাতিসহ নিহত ৩, আহত ২
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২৩:১৫

মেহেরপুরে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০৬:৩১

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০০:২৩



চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৪৮:৩৮