• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪৪:২৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪৪:২৪ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে শহীদি মার্চে ছাত্র জনতার ঢল

৬ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:৩৬:৩৫

সিলেটে শহীদি মার্চে ছাত্র জনতার ঢল

স্টাফ রিপোর্টার, সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদি মার্চ করেছে সিলেট বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা, স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মার্চটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্রা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সবার সাথে মিলিত হয়। পরে বন্দরবাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিলাল উদ্দিন শিপু, সিলেট ল’ কলেজর ছাত্র রাসেল আহমেদ রাহী, দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রহমান, হাবিবুর রহমান, তাহসান শিকদার প্রমুখ।

এ সময় বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সে লক্ষ্যে ছাত্রসমাজ বদ্ধপরিকর। কিন্তু একটি বিশেষ মহল কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পাঁয়তারা করছে। আমরা এগুলো রুখে দেব। ছাত্র আন্দোলন চলাকালে সিলেটে অনেক সাধারণ ছাত্রছাত্রী আহত হয়েছেন। আমরা তাদের ত্যাগের কথা ভুলবো না এবং যারা আন্দোলনের বিপক্ষে সরাসরি জড়িত তাদেরকে বৈষম্যবিরোধীর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে।

শহীদি মার্চে আগত কয়েকজন শিক্ষার্থী জানান, এদেশের মানুষ প্রতিবাদ করতে জানে। আজ থেকে ঠিক এক মাস আগে এই দেশে থেকে স্বৈরাচারের পতন ঘটিয়ে স্বাধীনতা পেয়েছিলাম। এই স্বাধীনতার বিনিময়ে আমাদের হাজারো ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছিল। হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হন। অনেকে পঙ্গুত্ব বরণ করেন, অনেকে এখনো হাসপাতালের বেডে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সেসব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের স্বাধীন দেশ উপহার দেওয়া জন্য। এই দেশে স্বৈরাচার শেখ হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

এ সময় শিক্ষার্থীরা সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক, শহীদদের কারণে, ভয় করি না মরণে, আবু সাঈদ/শহীদের রক্ত, বৃথা যেতে দেবো না, আজকের এই দিনে আবু সাঈদ/শহিদদের মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫