বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৫ নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ১২ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ময়মনসিংহ জেলার বদ্দরকান্দি থানার সোনাতলা ইটখোলা গ্রামের মৃত শরিফুলের মেয়ে নাদিরা (২৫), হবিগঞ্জ জেলার লাখাই থানার বামন গ্রামের আওয়াল হোসেনের স্ত্রী পারভিন (৩০), একই এলাকার মৃত আলঙ্গীর হোসেন স্ত্রী কুলসুমা বেগম (৪০), একই এলাকার রমজান আলীর স্ত্রী মালা (৪৭) ও শাহ আলমের স্ত্রী মিনা (৫০)।
স্থানীয়রা জানান, বনপাড়া বাজার এলাকার মহিষভাঙ্গা সড়কে এক মহিলার গলা থেকে একটি সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী নারীরা। পরে মহিলার চিৎকারে স্থানীয় ও আনছার সদস্যরা এগিয়ে এসে তাদের আটক করে বনপাড়া পৌরসভার নিয়ে আটকে রাখে। পরে পুলিশে খবর দেয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বনপাড়া পৌরসভা থেকে ৫ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজন গর্ভবতি রয়েছেন। নীতিমালা অনুসরন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available