• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৪:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৪:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কক্সবাজারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

১৫ নভেম্বর ২০২৪ দুপুর ০২:২৫:৪৮

কক্সবাজারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট এলাকায় একটি ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে র‍্যাবের অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেরন তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, কক্সবাজার সদর থানার ১২ নম্বর ওয়ার্ডের সুগন্ধা পয়েন্টে হোটেল প্যারাডাইস প্রসাদ সংলগ্ন ঝাউবাগান এলাকায় একটি ডাকাত দল ছিনতাই করার পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে র‍্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে। তাদের কাছ থেকে ৪টি ছুরি, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ১টি হাতঘড়ি এবং নগদ ৩,১৬৫ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারা হলো- মো. ওমর ফারুক (১৯), মো. আবুল হোসাইন (১৯), মো. মোবারক উল্ল্যা (২৪) ও মো. শাহজাহান (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানান, পর্যটকদের টার্গেট করে মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনতাই করত। এছাড়া, কখনো কখনো পর্যটকদের আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত।

র‍্যাব আরও জানায়, অভিযানের পর উদ্ধার আলামতসহ গ্রেফতারদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চলমান পর্যটন মৌসুমে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩