• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৭:১৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:১৭:১৬ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ২

১২ আগস্ট ২০২৪ দুপুর ১২:৪৩:০৭

নবীনগরে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ২

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ঘাতক বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছে। আব্দুর রহিম (১৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

১১ আগস্ট রোববার রাত ১১টার দিকে পৌর এলাকার ৭নং ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা একই এলাকার জামাল পাশার  দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৬) নামের ২ যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

এস আই আক্কাস আলী জানিয়েছে, নিহত রহিমের মরদেহ এবং তার দুই বন্ধু শাকিল ও মারুফকে নবীনগর থানায় হেফাজতে আনা হয়েছে। তাদের বাড়ি একই এলাকায়।

ইসমাইল মিয়ার একমাত্র ছেলে নিহত রহিম কোনাঘাট মোড় সংলগ্ন কবরস্থানের পাশেই তার বাবার একটা অটো গ্যারেজের দেখাশুনা করতেন।

নিহতের মামা জিয়াউর রহমান বলেন, রহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে যায়, নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে আচার খাওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হলে এক পর্যায়ে ছুরির আঘাতে তার মৃত্যু হয় বলে জানা যায়। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কথা-কাটাকাটির জেরে রহিমকে ছুরিকাঘাত করেন তাঁর বন্ধু শাকিল ও মারুফ। তাদের আটক করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩