• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৫:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০১:০৫:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

অবন্তিকা মৃত্যুর বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

১৭ মার্চ ২০২৪ সকাল ১০:১৩:৩৪

অবন্তিকা মৃত্যুর বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা হত্যার বিচার ও নিপীড়নের সাথে জড়িতদের যথাযথ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

১৬ মার্চ শনিবার বিশ্ববিদ্যালয়ের ১নং গেইটে এই মানববন্ধন করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন নিজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগবে। কেন তাকে আত্মহত্যা করে বিচার চাইতে হবে। তার এই ধরনের মৃত্যুতে আমরা মর্মাহত ও শঙ্কিত।

বিচার দাবি করে শিক্ষার্থীরা জানান, অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের সকল বিশ্ববিদ্যালয় ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে আর কোনো প্রাণ না ঝরে। যে মেয়ে মিলিটারির দীর্ঘমেয়াদী কমিশন্ড অফিসার প্রশিক্ষণ ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে এসেছিলো। কিন্তু শেষ পর্যন্ত সে কি নিয়ে গেল।

উল্লেখ্য, শুক্রবার কুমিল্লায় নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা এবং এই আত্মহত্যার পূর্বে একটি সুইসাইড নোট লিখে রেখে যায় অবন্তিকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩