জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার উপাচার্যের সভা কক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত জানান কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী।
বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার লক্ষ্যে পূর্বঘোষিত ১৩ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এর মধ্যে পাঁচটি দাবি বুধবার ১৪ আগস্ট বিকেল ৩টার মধ্যে বাস্তবায়নের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
এই পাঁচ দাবির মধ্যে ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক-কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি বাতিলের ঘোষণা দেন কোষাধ্যক্ষ। এ ঘোষণার সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন চেয়ারম্যান, ছাত্রকল্যাণ উপদেষ্টা শিক্ষকরা সম্মতি জানান।
এছাড়াও শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করার ব্যাপারে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১৮ আগস্ট থেকে সশরীরে ক্লাস শুরুর জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় ডিন চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টাদের সম্মতিতে কোষাধ্যক্ষের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, উপদেষ্টা ও সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি (শিক্ষক, কর্মকর্তা, ছাত্র) আজ থেকে বাতিল ঘোষণা করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available