নিজস্ব প্রতিবেদক: নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটিতে ঘরমুখো মানুষের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
৫ জানুয়ারি শুক্রবার সকালে কাঁচপুর ব্রিজ থেকে শুরু করে দাউদকান্দি পর্যন্ত এই যানজট দেখা যায়।
জানবাহনের চালকরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটিতে অতিরিক্ত যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া নির্বাচনের কারণে ট্রাক-লরি চলাচলে বিধিনিষেধ থাকায় আজ ট্রাক লরির চাপ বেশি।
ভুক্তভোগী যাত্রীরা জানান, একদিকে নির্বাচন অন্যদিকে হরতাল। এ ছাড়া ২ দিন বন্ধ থাকায় ঘরমুখো মানুষের চাপ ও অতিরিক্ত যানবাহনের পাশাপাশি প্রাইভেট যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available