বিশেষ প্রতিনিধি: ঈদুল আযহার ছুটিতে রাজধানী ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। কিন্তু ঢাকার প্রবেশমুখ গাবতলীতে প্রতিবছরের মতো এবারও বসেছে গরুর হাট। ফলে গরুবোঝাই ট্রাকগুলো যখন হাটে প্রবেশ করছে এবং বের হচ্ছে হখন ঢাকা-আরিচা মহাসড়কে, বিশেষ করে আমিনবাজার অংশে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে । দুপুর থেকে শুরু হওয়া এ জটলা থাকছে মধ্যরাত পর্যন্ত। এতে করে ভোগান্তিতে পড়েছেন ঐ রাস্থায় চলাচলকারী সাধারণ মানুষ, গরু ব্যবসায়ী এবং ঈদের ঘরমুখো মানুষ।
২৭ জুন মঙ্গলবার মধ্যরাত থেকে দেখা যাচ্ছে, ঈদে ঘরমুখী মানুষের বাড়তি চাপ ও কোরবানির পশুর ট্রাকের কারণে ঢাকা-আরিচা মহসড়কের গাবতলী অংশ থেকে সাভারের হেমায়েতপুর পর্যন্ত রাস্তার দুপাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট । রাজধানীর প্রবেশলেনে জ্যাম ছাড়িয়েছে হেমায়েতপুর, আর রাজধানী থেকে বের হওয়ার পথে টেকনিক্যাল-দারুসসালাম পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ঘন্টার পর ঘন্টা।
এতে ঢাকায় প্রবেশ এবং বের হতে সময় লাগছে স্বাবাভিক সময়ের চেয়ে কয়েকগুন বেশি । বাড়িফেরা মানুষ পড়েছে সবচেয়ে বেশি ভোগান্তিতে । অন্যদিকে পোশাক কারখানাসহ অফিস ছুটি হওয়ায় সাভার থেকে চন্দ্রা-কালিয়াকৈর পর্যন্ত যানবাহনের ধীরগতির খবর পাওয়া গেছে।
সাভার এলাকা থেকে গাবতলী পৌঁছাতে সময় লাগছে তিন থেকে চার ঘণ্টারও বেশি। এ ছাড়া সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে হেমায়েতপুর পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে এক থেকে দুই ঘণ্টা। সেইসঙ্গে তীব্র গরমে দীর্ঘ সময় গাড়িতে আটকে থাকায় চরম ভোগান্তির মুখে পড়ছে ঈদে ঘরে ফেরা যাত্রীরা।
সোহেল রানা নামে এক যাত্রী গণমাধ্যমকে বলেন, আমি সাভারে একটি কারখানায় পরিদর্শণের কাজে গিয়েছিলাম। রাত ১১ টায় গাড়িতে উঠলেও আমিনবাজার আসতেই রাত ৩ টা বেজে গেলো। মিরপুর কখন পৌছাতে পারবো যানি না।
ওসমান গনি নামের শেরপুরগামী এক যাত্রী জানান, গাবতলী থেকে সাভার আসতেই ৪ ঘণ্টা লাগলো। আমার এক ভাইও বাইপাইলে জ্যামে আটকে আছে। কখন বাড়িতে গিয়ে পৌছাবো কিছুই বুঝতে পারছি না।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু সড়কে বাড়তি চাপের কারণে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রিতিমত হিমশিম খাচ্ছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available