• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৫:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:০৫:২৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বেরোবিতে ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

১৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২৬:৫০

বেরোবিতে ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর-এ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি ড. বিজন মোহন চাকী,  সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফিরোজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী ও কর্মচারী ইউনিয়নের সভপতি নুর আলম মিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন এবং ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বলেন, ড. এম. এ. ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী। জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে তাঁর অনেক অবদান রয়েছে। বিজ্ঞানের চর্চায় বরেণ্য এই পরমাণু বিজ্ঞানীর অভিজ্ঞতা ও দর্শনকে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে আগামীতে ড. ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমের নেতৃত্বে ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও ড. এম. এ. ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩