• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৩:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৩:৪২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে পাঁচ পরিবারের যাতায়াতের পথ আটকে রাখার অভিযোগ

১ মে ২০২৪ দুপুর ১২:৪১:৪৫

রাজাপুরে পাঁচ পরিবারের যাতায়াতের পথ আটকে রাখার অভিযোগ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৫টি পরিবারের যাতাযাতের পথ বেড়া দিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পুখরীজানা এলাকার ছোমেদ সরদারের ছেলে শুক্কুর সরদার রাজাপুর থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের স্ত্রী কহিনুর বেগম, মেয়ে সুখী বেগম, মৃত কালু সরদারের ছেলে রুবেল সরদার, রুবেল সরদারের স্ত্রী নুপুর বেগমের সাথে শুক্কুর সরদারের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছে। এর ধারাবাহিকতায় গত ২৫ মার্চ প্রতিপক্ষ শুক্কুর সরদারের বাড়ির ইটের সলিং উঠিয়ে ফেলে এবং যাতায়াতের পথ বেড়া দিয়ে আটকে দেয়। বাড়ির সামনে থাকা সরকারি টিউবওয়েল থেকেও পানি আনা বন্ধ করে দেয়। পরবর্তীতে শুক্কুর সরদারের চাচি নুর ভানু ঐ টিউবওয়েল থেকে পানি আনতে গেলে প্রতিপক্ষরা তার কলস ফেলে দিয়ে তাকে মারধর করে জখম করে। এ ঘটনার পর শুক্কুর সরদার ও তার পরিবারকে বিভিন্ন রকম হুমকিও দেয় অভিযুক্তরা। শুক্কুর সরদারের বাড়িতে আরও চারটি পরিবার বসবাস করে।

তবে অভিযোগ অস্বীকার করে কহিনুর বেগম ও রুবেল সরদার জানান, শুক্কুর সরদার আমাদের বাড়ির পুকুরে পানি আসার পথ বন্ধ করে দিয়েছে। তাই আমরাও তার বাড়ির পথ বেড়া দিয়ে আটকে দিয়েছি।

রাজাপুর থানার এসআই মামুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, উভয় পক্ষকে নিয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩