• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ০৭:১১:৩৬ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ০৭:১১:৩৬ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় কাঁচা বাজারে কিছুটা স্বস্তি থাকলেও লেবুর সেঞ্চুরি

২ মার্চ ২০২৫ বিকাল ০৫:১০:৫৪

আখাউড়ায় কাঁচা বাজারে কিছুটা স্বস্তি থাকলেও লেবুর সেঞ্চুরি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণসহ যানজট নিরসনে রাস্তার ফুটপাত পরিষ্কার রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।

২ মার্চ রোববার পৌর শহরের সড়ক বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহির নেতৃত্বে আদালত পরিচালনা করা হয়। আখাউড়া থানা পুলিশ আদালতকে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সড়ক বাজারস্থ কাঁচা সবজির দোকান, মুদি দোকান পরিদর্শন করেন। বিক্রেতাদের সাথে কথা বলে দ্রব্যমূল্যের দরদাম যাচাই করেন। ক্রয়মূল্যের চেয়ে অধিক দাম চাওয়ায় কয়েকজন বিক্রেতাকে সতর্ক করেন।

এসময় কয়েকটি দোকানে ক্রয়মূল্যের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ার বিষয়টি আদালতে পর্যবেক্ষণে আসে। তখন ৬ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সবজি ফল মুদি দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখারও নির্দেশ দেন আদালত।

কথা হয় শাহাদাত নামের একজন ক্রেতার সাথে তিনি বলেন আগের বছরের চেয়ে শসা, কাঁচা মরিচ, আলু সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে তবে লেবু ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, ক্রেতাদের অভিযোগ আদালতের অভিযানের সময় বাজার দর এক রকম থাকে। আদালত চলে গেলে দাম বেড়ে যায়। তবে কাঁচামাল ব্যবসায়ীদের দাবি, আড়তদাররা বেশি দামে পাইকারি বিক্রি করে তাই দাম বেড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা বলেন গত ৪ থেকে ৫ দিন আগে শসা, বেগুন ২০ থেকে ২৫ টাকা বিক্রি করেছি কিন্তু বর্তমানে ৪০ থেকে ৫০ টাকা বিক্রি করতে হচ্ছে, কারণ আড়তদার দাম বাড়িয়েছে। লেবু বিক্রি করেছি ৩৫ থেকে ৪০ টাকা হালি বর্তমানে আরত থেকে ৬০ থেকে ৮০ টাকা হালি কিনতে হয়, এজন্য ১০০ টাকা বিক্রি করতে হচ্ছে। আড়তদার থেকে বেশি দামে ক্রয় করার কারণেই খুচরা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গাজালা পারভীন রুহি বলেন, রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে ফুটপাত পরিষ্কার রাখতে  আদালত পরিচালনা করা হয়েছে। আজ প্রথম দিন আমরা ব্যবসায়ীদেরকে সতর্ক করার পাশাপাশি ৬ টি মামলায় ৬ জন ব্যবসায়ী কে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।পর্যায়ক্রমে প্রতিটি বাজারে অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জ্বালানি তেলের দাম নির্ধারণ
৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

ফতুল্লায় যুবককে গুলি করে হত্যা
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৪৮


৭ দিনে যমুনা সেতুতে ১৭ কোটি টাকার টোল আদায়
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:৩৯


ঈদের দিন জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
৩১ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:২৫:৫৩


নারায়ণগঞ্জে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত
৩১ মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৬:৫৮