তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরায় তালায় বাল্যবিবাহ করার অভিযোগে কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৬ মার্চ বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল এ জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত উক্ত যুবকের নাম আবু নাহিদ রচি। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের রহমত খানের পুত্র। এ সময় নোটারি পাবলিকের মাধ্যমে বয়স কমিয়ে করা উক্ত বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের এক কিশোরীর বাল্যবিবাহের খবর পান তারা। বৃহস্পতিবার সকালে কনের বর আবু নাহিদ রচি ঐ কিশোরীকে নিয়ে শ্বশুরবাড়ি আসলে একটি টিম সেখানে গিয়ে হাজির হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাদেরক হাজির করা হয়। এক পর্যায়ে বাল্যবিবাহ করার দায়ে ঐ কিশোরীর স্বামীকে ৪০ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available