আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রকে আবারও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ জানুয়ারি সোমবার তার দ্বিতীয় মেয়াদের প্রথম কর্মদিবসে হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। গত এক দশকের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সর্ববৃহৎ কার্বন নির্গমনকারী দেশটিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক প্রচেষ্টার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে।
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে সরকারগুলো বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্তের ফলে তারা ইরান, লিবিয়া ও ইয়েমেনের মতো দেশগুলোর সঙ্গে চুক্তির বাইরে থাকা কয়েকটি দেশের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের বিষয়ে তার সংশয়ী দৃষ্টিভঙ্গি ও ‘প্রতারণা’ বলে আখ্যায়িত করার মনোভাবকে প্রতিফলিত করে। একই সঙ্গে, এটি যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস খাতের ওপর থেকে নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়ার বৃহত্তর নীতিমালার অংশ, যা উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্রের শহর, রাজ্য ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কম কার্বন নির্গমন নিশ্চিত করতে এগিয়ে আসবে। জাতিসংঘের সহকারী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো বলেন, প্যারিস চুক্তির সম্মিলিত প্রচেষ্টা এরই মধ্যে পরিবর্তন আনতে শুরু করেছে। তবে আরও দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক। টেক্সাস ও নিউ মেক্সিকোর মতো অঙ্গরাজ্যগুলোতে উন্নত খনন প্রযুক্তি ও সাম্প্রতিক বছরগুলোর বৈশ্বিক বাজারমূল্যের কারণে দেশটি এই অবস্থানে পৌঁছেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available