• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৬:০৭ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৬:০৭ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

২৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:০৫:৫৩

বীরগঞ্জে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে টানা কয়েক অতিবর্ষণ ও উজানের ঢলের পানিতে খাল, বিল, নদী-নালা ভরে গেছ। আত্রাই নদীর পানি ও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকার রাস্তা-ঘাট পরিদর্শণ করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে এলাহী। উপজেলার মোহনপুর ও শতগ্রাম ইউনিয়নে টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছ। পাশের আত্রাই নদীতে বেড়ীবাঁধ না থাকায় বিস্তৃর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের শান্তির মোড় এলাকায় কয়েকটি বাড়ীতে দেখা গেছে জলাবদ্ধতা, সৃষ্টি হয়েছে ভাঙ্গন। এখানকার লোকজন পানিবন্দী হয়ে পরেছে।

২৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। এসময় উপস্থিত ছিলেন শতগ্রাম ইউপির চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফা, ইউপি সদস্য মো. রাসেল সরকার, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী জানান, দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫ টন চাল বরাদ্দ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে গুরুত্ব বিবেচনা করে চাল দেয়া হয়েছে। এরমধ্যে শতগ্রাম, নিজপাড়া, মোহনপুর ও পাল্টাপুর ইউনিয়নে ৫৫০ কেজি ও সুজালপুরে ৫০০ কেজি দেয়া হয়েছে। এছাড়া শিবরামপুর ও মোহাম্মদপুর ৩৫০ কেজি এবং বাকি ইউনিয়নগুলোতে ৪০০ কেজি করে চাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এছাড়া জরুরী যে কোন প্রয়োজনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ইউএনও আরও বলেন- জরুরী সেবা পৌছে দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোলরুম খোলা হয়েছে। যাদের ছোট বাচ্চা আছে তারা শতর্কা থাকুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭



এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে সিটি গ্রুপ
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৩০