• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১৪:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১৪:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির জুলুস

১৮ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:১৩:৫৩

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতির জুলুস

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা ও পোমরা ইউনিয়ন শাখার যৌথ ব্যবস্থাপনায় রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে জশনে জুলুস (র‌্যালি) অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর সোমবার সকালে অনুষ্ঠিত জুলুসে নেতৃত্ব দেন ফটিকছড়ির তেলপারই সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জমা‘আত বাংলাদেশ’র মহাসচিব আল্লামা শাহ ছুফি সৈয়দ মছিহুদ্দৌলা (মা.জি.আ.)।

জুলুসটি উপজেলার পোমরা বুড়ির দোকান থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের পোমরা খাঁ মসজিদ, শান্তিরহাট বাজার, গোচরা চৌমুহনী বাজার, কর্ণফুলী জুট মিলস এলাকা পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় পোমরা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টা থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে গাউসিয়া সমিতির কর্মীরা পোমরা বুড়ির দোকান এলাকায় সমবেত হতে থাকেন। দশটার দিকে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জুলুসটি শুরু করা হয়। জুলুসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, গাউসিয়া সমিতির পতাকা, বিভিন্ন আহবান সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন ছিলো। 
এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি হামদ-না’তে রাসূল (দ.), নারায়ে তকবির- আল্লাহু আকবর, নারায়ে রিসালাত- ইয়া রাসুলাল্লাহ (দ.) নানা স্লোগানের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা।

পরে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ জহির আহমদ চৌধুরী, গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়াম্যান আল্লামা সৈয়দ তাওছিফুল হুদা (মা.), জুলুস উদযাপন পরিষদের আহ্বায়ক ও গাউছিয়া সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, সদস্য সচিব ছাবের আহমদসহ গাউছিয়া সমিতি, গাউছিয়া যুব সমিতির কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

জুলুসে সৈয়দ বাড়ি দরবার শরীফের আশেক ভক্তবৃন্দ ও সর্বস্তরের সহস্রাধিক সুন্নী জনতা অংশগ্রহণ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩