নীলফামারী প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির(জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীহাট উপ-স্বাস্থ্য কেন্দ্র ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের ওয়াশব্লকসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন জাইকা প্রতিনিধি দল।
১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর উপজলার চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শনে আসে প্রতিনিদি দলটি।
প্রতিনিধি দলে ছিলেন জাইকার বাংলাদেশ অফিসের রিপ্রেজেনটেটিভ মিস মিনামি ক্রোরোকামি, কান্ট্রি অফিসার মিস্টার নাকা কোটারো, ডেপুটি প্রোগ্রাম অফিসার মিস সানজিদা হক, উপজেলা গভর্ন্যান্স ডেভেলপমেন্ট প্রজেক্ট এর ডেপুটি টিম লিডার মো. আজিজার রহমান সিদ্দিকী ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, গভর্ন্যান্স ডেভেলপমেন্ট প্রজেক্টের উপজেলা ফ্যাসিলিটেটর মো. আইয়ুব আলী, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেল পুকুর ইউনিয়নের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, ইউপি সদস্য মো. নুরন্নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available