• ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩১ ভোর ০৫:৪৮:২২ (02-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৯শে মাঘ ১৪৩১ ভোর ০৫:৪৮:২২ (02-Feb-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

জাইকার অর্থায়নে বিএসআরএমের পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন

১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১১:০৮:৫৭

জাইকার অর্থায়নে বিএসআরএমের পরিবেশবান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) নতুন পরিবেশবান্ধব ইস্পাত কারখানায় অর্থায়ন করেছে। চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত এই কারখানাটি ১ ফেব্রুয়ারি শনিবার উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশের বেসরকারি খাতে সহযোগিতার নতুন মাইলফলক স্পর্শ করল জাইকা। প্রকল্পটি বাস্তবায়নে অক্টোবর ২০২৩-এ ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পটি বাংলাদেশে জাইকার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ফাইন্যান্স (পিএসআইএফ) স্কিম এর আওতায় সর্বপ্রথম করপোরেট লোন, এবং এযাবতকাল পর্যন্ত প্রাইভেট সেক্টরে অষ্টম ঋণচুক্তি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী এবং জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদেসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি শক্তিশালী স্থানীয় ইস্পাত খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে জাইকা।

বিএসআরএমের নতুন এই কারখানা থেকে প্রতি বছর ৫ লাখ মেট্রিক টন রেবার, ১ লাখ মেট্রিক টন রড ও আড়াই লাখ মেট্রিক টন এক্সপান্ড বিলিট উৎপাদিত হবে। কারখানাটি আমদানি করা ইস্পাতের ওপর থেকে নির্ভরতা কমিয়ে দেশের বানিজ্যিক স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করবে। একইসাথে, এটি ৫০০-রও বেশি নতুন কর্মসংস্থান তৈরি এবং স্থানীয় শিল্পখাতের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

এ বিষয়ে জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, “শিল্পখাতে বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করতে জাইকার প্রতিশ্রুতির অংশ হিসেবে বিএসআরএমের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সাথে আমরা অংশীদারিত্ব করেছি। নতুন এই কারখানাটির উদ্বোধন বাংলাদেশের শিল্পখাতকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক; এতে করে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) বাড়বে বলে আমরা প্রত্যাশী।”

অর্থায়নের পাশাপাশি, টেকসই ও দায়িত্বশীল শিল্প-প্রবৃদ্ধি অর্জন জাইকার লক্ষ্য। বিএসআরএমের এই কারখানায় পরিচ্ছন্ন বাতাস নিঃসরণ নিশ্চিত করতে আধুনিক এয়ার পলিউশন কন্ট্রোল (এপিসি) সিস্টেম ও পানির শতভাগ পুনর্ব্যবহার নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং ফ্যাসিলিটি সহ সর্বাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, এর ছাদে থাকা সৌরবিদ্যুৎ প্ল্যান্ট ও জ্বালানি সাশ্রয়ী উৎপাদন পদ্ধতির কারণে প্রতি বছর ১০ হাজার টন গ্রিনহাউজ গ্যাস (কার্বন ডাই-অক্সাইডের মতো) নিঃসরণ কম হবে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে।

একইসাথে, এই কারখানা থেকে উৎপাদিত স্ল্যাগ (ধাতুমল) নির্মাণ কাজে পুনর্ব্যবহারের উপযোগী করে সার্কুলার অর্থনীতিকে উৎসাহিত করা হবে। পরিবেশ সুরক্ষায় জাইকার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৭ (সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি), ৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং ১৩ (ক্লাইমেট অ্যাকশন) নাম্বার লক্ষ্যপূরণে সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশের শিল্পখাতে টেকসই ইকোসিস্টেম ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ জাইকা। পরিবেশবান্ধব এই ইস্পাত কারখানা চালু করার মধ্য দিয়ে দায়িত্বশীল উপায়ে শিল্পখাতের প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা এবং এর সাথে সম্পর্কিত পরিবেশ সুরক্ষা ও সামাজিক কল্যাণের মানদণ্ড স্থাপনে নতুন মাত্রা যুক্ত করল জাইকা ও বিএসআরএম। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফের বাড়ল সোনার দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:৫৪:১৩


ডুমুরিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক
১ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪১:১৪



জলঢাকায় ফেনসিডিল ও নগদ টাকাসহ ৩ মাদক কারবারি আটক
১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:৪২