নিজস্ব প্রতিবেদক: ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, অর্থনৈতিক দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে জাগ্রত বাংলাদেশ (জে বিডি)। মানববন্ধন থেকে ঋণ খেলাপি ও অর্থপাচারকারীদের তালিকা প্রকাশ ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করাসহ বেশকিছু দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
১ জুন শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দলের সভাপতি আজমুল জিহাদ।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, জাগ্রত বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মামুন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এবিএম জোবায়ের, সাংস্কৃতিক সম্পাদক রোমান কবির, জাগ্রত আইনজীবী বাংলাদেশের আহ্বায়ক অ্যাড. আনোয়ার হোসেন, জাগ্রত শ্রমিক বাংলাদেশের আহ্বায়ক রুবেল হোসেনসহ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি আজমুল জিহাদ বলেন, ঋণ খেলাপি, কর খেলাপি, অর্থ পাচারকারীদের তালিকা অবিলম্বে জনসম্মুখে প্রকাশ করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
তিনি বলেন, এরা পাকিস্তান ও ব্রিটিশদের উত্তরসূরী। এরা যুদ্ধাপরাধীদের দোসর, এরা রাবণের বংশধর। এদেরকে জনসম্মুখে চিহ্নিত করতে হবে। একটা অর্থনৈতিক কাউন্সিল করে সকল পাচার করা অর্থ ফেরত আনতে হবে। খেলাপি ঋণ ও খেলাপি কর অর্থ উত্তোলন করতে হবে।
মানববন্ধনে ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে জনতাকে সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন ভূঁইয়া। তিনি বলেন, দেশের মুষ্টিমেয় কিছু ঋণখেলাপি ও অর্থপাচারকারীদের হাতে জনগণ জিম্মি। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অবিলম্বে জনগণের জানমালে ও তাদের অধিকার জনগণের হাতে ন্যস্ত করতে হবে।
বক্তারা বলেন, দেশের জনগণের ব্যাংকে রাখা অর্থ লোপাট করে বিদেশে লক্ষ লক্ষ টাকা পাচার করা হচ্ছে। আমার দেশের অসহায় জনগণের উপর মাথাপিছু ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যে সব ঋণখেলাপিরা ঋণের টাকা ফেরত না দিয়ে বিদেশে পাচার করে বেগমপাড়া করছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা সেভাবে নিতে পারছে না। অর্থনৈতিক দু:শাসন ও অনিয়ম দুর্নীতি আজ নিয়মে পরিণত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available