• ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪২:৪৬ (15-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২রা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৪২:৪৬ (15-Jan-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজার ত্রাণ কেন্দ্রে ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ ৬ জন নিহত

১৪ মার্চ ২০২৪ সকাল ০৯:৪৮:৫৮

গাজার ত্রাণ কেন্দ্রে ইসরাইলি হামলায় জাতিসংঘের কর্মীসহ ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি ত্রাণ কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের এক কর্মী নিহত হয়েছেন। এছাড়া ত্রাণ নিতে আসা আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলেও জানা গেছে।

১৪ মার্চ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘের সংস্থা বলেছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে এবং এতে তাদের একজন কর্মী নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের নির্লজ্জ অবহেলায় তাদের স্থাপনাগুলোতে আক্রমণ সাধারণ বিষয় হয়ে উঠেছে।’

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তবে ইসরাইলি সেনবাহিনীর দাবি, তারা হামাস কমান্ডারকে হত্যা করেছে। আর নিহত ওই ব্যক্তিকে মোহাম্মদ আবু হাসনা হিসাবে শনাক্ত করেছে ইসরাইলি সেনারা।

ইসরাইলের অভিযোগ, তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখার ‘কমব্যাট সাপোর্ট অপারেটিভ’ ছিলেন। আর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেয়া নিহত পাঁচজনের নামের তালিকায় এই নামের একজন ব্যক্তিও রয়েছেন।

ইউএনআরডব্লিউএর মুখপাত্র জুলিয়েট তোমা বিবিসিকে বলেছেন, হামলার সময় ৬০ জন লোক এই স্থাপনাটিতে কাজ করছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই স্থাপনাটিকে খাদ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের গুদাম হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে।
 
তিনি আরও বলেন, ‘আমরা জানি, ইসরাইলি সেনারা এই হামলার জন্য দায়ী। আমাদের টিম ঘটনাস্থলে রয়েছে এবং তারাই হতাহতদের সংখ্যা জানিয়েছে।’

সূত্র: বিবিসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শাহরাস্তিতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
১৫ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৪৬






গাজীপুরে নারীকে হত্যা চেষ্টার অভিযোগ
১৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৫২:৩৯