• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৫১:৩৫ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় প্রবাসী দিবস পালন

৩১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৯:৪৯:১৮

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় প্রবাসী দিবস পালন

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও অংশীদার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরে ও প্রথম বারের মতো নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৩০ ডিসেম্বর শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে প্রবাসী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি মেলায় অংশ নেয়া ১১টি স্টল পরিদর্শন করেন।

র‌্যালি শেষে ফরিদপুর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

জেলা প্রশাসক বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার এসব রেমিটেন্স যোদ্ধার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও প্রশিক্ষণ প্রদান, প্রবাসী আয় প্রেরণে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষতার মাধ্যমে প্রবাসে গমন এবং নিরাপদ করতে কাজ করে যাচ্ছে সরকার। প্রবাসে অবস্থানকে অর্থময় করতে এ দিবস ভূমিকা পালন করবে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মো. রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলন চাকমা, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আখতারুজ্জামান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাহমুদা সুলতানা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়কারী খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ, রেইস প্রকল্পের সহকারী পরিচালক মো. আশীক ছিদ্দিকী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ বিভাগের সহকারী কমিশনার মো. বদরুজ্জামান রিশাদ। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেরিন টেকনোলজির শিক্ষার্থীবৃন্দ, বেসরকারি ব্যাংক ও ব্র্যাকসহ অন্যান্য এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩