তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিএসটিআই নিষিদ্ধ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রিজে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
৪ মার্চ সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাস এই অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী বাজার এলাকায় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে উপজেলার উজ্জ্বল চত্বরে অবস্থিত মদিনা স্টোরকে ৭ হাজার, উপজেলা প্রধান সড়কের আল্লারদান হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের জন্য ৫ হাজার ও তালতলী বটতলায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠান মনিটরিং করে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরগুনা জেলা সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে তার সাথে নিরাপদ সেনেটারি ইনস্পেক্টর ও খাদ্য পরিদর্শক মো.রফিকুল ইসলামসহ তালতলী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available