জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
১৬ মার্চ শনিবার দুপুরে অধিদফতরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় জগন্নাথপুর সদর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে হাত দিয়ে মরচা গুড় বিক্রি করার দায়ে মা-বাবার দোয়া ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১ হাজার টাকা এবং মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় তানভীর স্টোরের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আল-আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশসহ কেউ যদি বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available