• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৫:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৩৫:৫১ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাতীয় শিশু দিবসে মঞ্চে শিশু শিক্ষার্থীরা অতিথি

১৮ মার্চ ২০২৪ সকাল ০৯:০৭:২৯

জাতীয় শিশু দিবসে মঞ্চে শিশু শিক্ষার্থীরা অতিথি

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

১৭ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, গোলাপগঞ্জ পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী সভার আয়োজন করা হয়। সভার মঞ্চে অতিথি হিসেবে ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা।

সরকারি মোহাম্মদ (এমসি) চৌধুরী একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী গোপা প্রিয়ন্তি দাশের সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাকলি আক্তার ও ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় এবং কলেজের নবম শ্রেণির ফেরদৌস রুহামার যৌথ পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলো এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অর্ণব দাশ, সরকারি মোহাম্মদ চৌধুরী একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন নুর লুবাবা ও আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শামসুল ইসলাম মাহদি।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা দক্ষিণ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তছনিম আক্তার লামিছা।

এসময় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী রাজিব মাহমুদ মিঠুন শিশু শিক্ষার্থীদের প্রশংসা করে বক্তব্য দেন।

পুষ্পস্তবক অর্পণকালে ও সভায় এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা অফিসার নুরুল হক, উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাছুদুল আমিন, গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, গোলাপগঞ্জ লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব সফিকুর রহমান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩