• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৫:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৫:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন

১৬ আগস্ট ২০২৩ বিকাল ০৫:১৬:৩৬

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ভোজের আয়োজন করা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোকা মৃধা, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, কাউসার ঢালীসহ অনেকে।

এর আগে সিরাজদিখান উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ  হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, এসিল্যান্ড উম্মে হাবিবা ফারজানা, এএসপি সার্কেল মোস্তাফিজুর রহমান রিফাত, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার প্রমুখ।

এছাড়া বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩