ভিয়েনা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ভিয়েনায় এক শোক সভার আয়োজন করা হয়। সম্প্রতি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পারফেক্টিটাসে ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের রেস্টুরেন্টে হলে শোকাবহ ১৫ আগস্ট স্মরণে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদের অস্ট্রিয়ার ভিয়েনা শাখা।
বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া সভাপতি রবিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বায়তুল মোকারম মসজিদের ইমাম হাফেজ মেহেদী হাসান।
এরপর প্রধান অতিথি অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বিশেষ অতিথিগণ ও বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সকলে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের একটি বক্তব্য পড়ে শুনান মালিহা রবিন। এছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের নেতা আমির হোসেন আমু বাংলাদেশ থেকে টেলিফোনে সরাসরি মূল্যবান বক্তব্য রাখেন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের অনারারী কনসুলার এস গ্রাফ, সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়োজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সিনিয়র সহ-সভাপতি আবদুল জলিল, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রিয়ার সহ-সভাপতি রতন সাহা, শ্যামল হোসেন, রুহি দাস ও বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা অস্ট্রিয়া সাংগঠনিক সম্পাদক কাজী ইকবাল, সহ-সাধারণ সম্পাদক মো. নোমান, মহিলা সম্পাদক মায়া ফিরোজা হাসান, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত সুলতানা মিষ্টি, কোষাধ্যক্ষ মালিহা প্রমুখ।
পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদের রুহের মাগফেরাতে কামনা করে দোয়া করা পরিচালনা করেন হাফেজ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকের উপস্থিতি ছাড়াও কমিউনিটির অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে রবিন মোহাম্মদ আলীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ এবং মুক্তিযুদ্ধের সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বঙ্গবন্ধুর অসামান্য নেত্বত্বের বর্ণনা দিয়ে বলেন, বঙ্গবন্ধু আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বেই নিরস্ত্র বাঙালি শক্তিশালী পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণে অনুপ্রাণিত হয়।
তিনি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একসাথে কাজ করতে আহ্বান জানান।
রবিন মোহাম্মদ আলী আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা প্রবাসে আত্নগোপন করে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যে রায় হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।
সবশেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ ও মুক্তিযুদ্ধের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available