• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:২২:৩৪ (27-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ১০:২২:৩৪ (27-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে কালভার্ট বন্ধ করা নিয়ে দ্বন্দ্বে জাপা নেতাকে হত্যার চেষ্টা

২ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৫৮:১১

সৈয়দপুরে কালভার্ট বন্ধ করা নিয়ে দ্বন্দ্বে জাপা নেতাকে হত্যার চেষ্টা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ জয়নাল আবেদীনের এলাকার পানি নিষ্কাশনের পথের কালভার্ট মাটি দিয়ে বন্ধ করে দেন। এরই প্রতিবাদে বাইপাস মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।

৩০ সেপ্টেম্বর সোমবার রাতে শহরের ওয়াপদা এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় রংপুর-দিনাজপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে আটকা পড়ে শতাধিক যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

জানা যায়, সৈয়দপুর ওয়াপদা পশ্চিমপাড়া এলাকায় মহাসড়ক থেকে বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্রের পেছনের দেয়াল ঘেঁষে যাওয়া রাস্তা সংলগ্ন পানি নিষ্কাশনের কালভার্ট রয়েছে। ওই কালভার্টের পশ্চিম-দক্ষিণ পাশের জমি জাতীয় পার্টির নেতা আলহাজ জয়নাল আবেদীনের।

সম্প্রতি সেই জায়গায় বহুতল ভবন নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট করেন তিনি। ৩০ সেপ্টেম্বর সকালে কালভার্টের উভয় পাশের পানি প্রবাহের পথটিও মাটি ফেলে ঢেকে দেয়া হয়। ফলে বিক্ষুব্ধ হয়ে পড়ে এলাকাবাসী। তারা রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান এবং নালা ও কালভার্ট থেকে মাটি সরিয়ে নিতে বলেন।

কিন্তু কোনোভাবেই মাটি সরানো হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়। এতে লোকজন ক্ষুব্ধ হয়ে দাবি আদায়ের পাশেই মহাসড়কে অবস্থান নেয়।

এ ব্যাপারে আলহাজ জয়নাল আবেদীন বলেন, জমিটা আমার। নালা বা কালভার্ট দিয়ে এক সময় পানি নিষ্কাশন হলেও এখন আর হয় না। তাই এটি অকার্যকর। তাছাড়া নালার পানি আমার জমিতেই পড়ে। এ কারণে আমি মাটি ভরাট করেছি। এতে কারে কোনো সমস্যা হবে না। তবুও অকারণেই এলাকার কতিপয় দুষ্কৃতকারী ঝামেলার সৃষ্টি করে। তারা এসে আমার নির্মিতব্য ভবনের দেয়াল ভেঙে দেয়। আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করতে চেয়েছিল কিন্তু ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। আমার মাথায় ৮টি সেলাই পড়েছে। বর্তমানে আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি সুস্থ হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

খবর পেয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে বুঝালে তারা অবরোধ তুলে নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল
২৭ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৫৬:৪৮