• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৫:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:১৫:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

২ সপ্তাহেও মুক্তি মিলেনি জাবি শিক্ষার্থী লিয়নের

১ আগস্ট ২০২৪ দুপুর ০১:৪১:০৭

২ সপ্তাহেও মুক্তি মিলেনি জাবি শিক্ষার্থী লিয়নের

জাবি প্রতিনিধি: আটক হওয়ার দু’সপ্তাহ পার হলেও মুক্তি মেলেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন লিয়নের৷

গত ১৭ জুলাই হল বন্ধের নির্দেশ দিলে মিরপুরে খালার বাসায় অবস্থান নেন সাব্বির হোসেন লিয়ন। পরবর্তীতে ১৯ জুলাই বৃহস্পতিবার খালার বাসা থেকে কল্যাণপুরে নিজ বাসায় যাত্রাকালে আন্দোলনের মুখে পড়লে একপর্যায়ে সেখান থেকে পুলিশের হাতে গ্রেফতার হন লিয়ন৷

লিওনের ক্লাস প্রতিনিধি শাওন জানান, ‘গত ১৯ তারিখ হল ভ্যাকেন্ট দেওয়ার পর পরই লিয়ন মিরপুরে তার খালার বাসার উদ্দেশ্য রওনা দেয়৷ সেখান থেকে পরবর্তীতে তার কল্যাণপুরের নিজস্ব বাসায় গমনকালে কোটা সংস্কার আন্দোলন এবং পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে৷ হল ভ্যাকেন্ট দেওয়ার পরে সারা বাংলাদেশ নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। লিয়ন নিখোঁজ হলে সেদিনই তার পরিবার মিরপুর আসার চেষ্টা করলে কারফিউ ও ব্যারিকেড থাকায় পৌঁছাতে ব্যর্থ হয়। শুক্রবার বেলা সাড়ে নয়টায় রুপনগর থানা থেকে মিরপুর মডেল থানায় স্থানান্তর করা হয়। এরপর কোর্টে চালান শেষে রুপনগর থানায় হস্তান্তর করা হয়৷ বিভাগের শিক্ষক অভিভাবকরা তার সাথে দেখা করার চেষ্টা করলেও দেখা করা সম্ভব হয়নি।’

সাব্বির রহমান লিয়নের মায়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিগত ১৩ দিন থেকে লিয়নের সাথে দেখা করতে পারি নাই। এরই মধ্যে দুইটি হেয়ারিং হয়ে গেলেও লিয়নকে ছাড়িয়ে আনতে পারি নি। আমরা একরকমের অন্ধকার দেখছি। আইনজীবী নিয়োগ করলেও আমাদের হাতে কিছু নাই। আশা করি পরবর্তী শুনানিতে লিয়নকে ছাড়া হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবিরকে সাব্বির রহমান লিয়নকে ছাড়ানোর ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি পদক্ষেপ নিয়েছেন এমন প্রশ্ন করা হলে তিনি উত্তরে জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীদের আটক হয়েছে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু দু’জন শিক্ষার্থী আরিফ সোহেল ও সাব্বির রহমান লিয়ন আটকা পড়লে আমরা বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে (Free of Cost) এ আইনজীবী নিয়োগ করছি যেন তারব ছাড়া পান৷

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষিকা ড.আফসানা হকের সাথে মামলার অগ্রগতি সর্ম্পকে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘লিয়নকে ছাড়িয়ে আনতে ইউআরপি বিভাগে কথা বলেই আইনজীবী নিয়োগ করা হয়েছিলো। কিন্তু আমরা লিয়নের সাথে দেখা করার অনেক চেষ্টা করলেও বাধ্যবাধকতার জন্য দেখা করতে পারি নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এ ব্যাপারে জানানো হলে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃক আইনজীবী নিয়োগ এবং লিগ্যাল সাপোর্টের আশ্বাস দিয়েছেন। সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বন্দী শিক্ষার্থীদের ছাড়িয়ে আনতে। আমরা আশা করছি লিয়নকে ছাড়িয়ে আনতে পারবো।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩