জাবি প্রতিনিধি: আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। ৮ সেপ্টেম্বর রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানটি শুরু হয়। যোগদান পরবর্তী উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যথার্থ আড়ম্বর থাকলেও নবনিযুক্ত উপাচার্যের অনুরোধে কোনো ফুল ব্যবহৃত হয়নি। তিনি শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে ফুলের এই অর্থ দেশের বন্যার্তদের সহায়তায় বিতরণের আহ্বান জানান।
সম্মিলিত আলোচনা শেষে বেলা ১২টায় ফজিলাতুন্নেসা হলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নবনির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) ড. এ বি এম আজিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available