• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৩:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৩:১৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

‘টাইমস হায়ার এডুকেশন’ র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

৯ অক্টোবর ২০২৪ দুপুর ০২:০০:৫৮

‘টাইমস হায়ার এডুকেশন’ র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

জাবি প্রতিনিধি: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং-২০২৫ এ বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ৯২টি বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত এ র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দেশসেরা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

৯ অক্টোবর বুধবার বিশ্ববিদ্যালয়টির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শিক্ষার মান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প সম্পৃক্ততা ও  আন্তর্জাতিক আউটলুক এ পাঁচটি বিষয়কে মূল সূচক ধরে এবারের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এবারের টাইম হায়ার র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ৮০১-১০০০তম অবস্থানে বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যৌথভাবে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ে প্রথম রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এর মধ্যে জাবি ছাড়াও আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

এবারের তালিকায় বিশ্বের প্রথম ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭টিই যুক্তরাষ্ট্রের। বাকি তিনটি যুক্তরাজ্যের।

এতে প্রথম স্থানে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিস এবং তৃতীয় অবস্থান করছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩