• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৫:৫৫ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৫:৫৫ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

রাজনীতি

বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিচ্ছে: আইনমন্ত্রী

৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৮:১১

বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিচ্ছে: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি ও জামায়াত দেশের জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিচ্ছে। আমাদেরকে তাদের ব্যাপারে সাবধানে থাকতে হবে।

৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের একটি খালের উপর নির্মিত প্রায় ৯৭ মিটার দৈর্ঘ্য একটি সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরে সেতু উদ্বোধন উপলক্ষে স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, দেশের উন্নয়নমূলক মেঘা প্রকল্প পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টেলিভিশন চ্যানেলসহ গুরুত্বপূর্ণ প্রকল্প ও স্থাপনাগুলোতে নাকি সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। পত্রিকায় খবর বের হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি-জামায়াতের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষ যেন কষ্টে থাকে, সে ব্যবস্থা করা। ২০১৪ সালের নির্বাচনে সময় তারা আগুন সন্ত্রাস করেছে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছে। মানিলন্ডারিং মাধ্যমে টাকা বিদেশে প্রচার করেছে। ২০২৪ সালের নির্বাচনেও তারা ষড়যন্ত্র করেছে।

আনিসুল হক বলেন, বাংলাদেশের মানুষের কাছে তারা ভোটের জন্য আসে না। তারা বিদেশী মুরুব্বিদের কাছে কান্নাকাটি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসার অচেষ্টায় লিপ্ত।

বিএনপি জামাতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এখন বাংলাদেশের মানুষ দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে। আপনারা যদি সন্ত্রাস করতে চান, বাংলাদেশের অর্জন নষ্ট করতে চান, তাহলে আপনাদেরকে বলে দিতে চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে। তা মোকাবেলায় কঠোরভাবে আইন বাস্তবায়ন করা হবে।

ষড়যন্ত্রের বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান মন্ত্রী।

এ সময় তার সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌরসভার মেয়র ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭



এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে সিটি গ্রুপ
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৩০