• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩১ রাত ০১:৪৬:০৫ (01-Mar-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৬ই ফাল্গুন ১৪৩১ রাত ০১:৪৬:০৫ (01-Mar-2025)
  • - ৩৩° সে:

আইন-আদালত

আপিলের অনুমতি পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম

২৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:৩৮:২০

আপিলের অনুমতি পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিষয়ে পুনরায় লিভ টু আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত।

রিভিউ আবেদনের শুনানিতে ২৬ ফেব্রুয়ারি বুধবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেন।

এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন প্রথম দিন আংশিক শুনানি নিয়ে দ্বিতীয় দিনের মতো শুনানির জন্য আজকের দিন নির্ধাারণ করেন। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার এ দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রোববার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। তারই ধারাবাহিকতায় সেটির শুনানি হয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য ২০ ফেব্রুয়ারি দিন রাখেন। ধার্য তারিখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় ৯ নম্বর ক্রমিকে ওঠে। তবে ক্রম অনুসারে এর আগে থাকা মামলা শুনানি-নিষ্পত্তির মধ্য দিয়ে আদালতের কর্মঘণ্টা শেষ হওয়ায় সেদিন রিভিউ আবেদনের শুনানি হয়নি।

২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জাজিরায় সিএনজি উল্টে যুবক নিহত
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:১২:৫১

‘জাতীয় নাগরিক পার্টি’র কমিটিতে পদ পেলেন যারা
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৫:৩২


দেশকে আর কখনো বিভাজিত করা যাবে না: নাহিদ
২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:১৭:৩০


আগামীর বাংলাদেশ পরিচালিত হবে নতুন সংবিধানে: আখতার
২৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫:২৪

দায়িত্ব গ্রহণ করলেন তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ
২৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৭:০১:২৫